রাজ্য লিড নিউজ

অনুমতি ছাড়াই জাতীয় সড়কে অভিষেকের মিছিল, জনস্বার্থ মামলা শুভেন্দুর

অনুমতি না নিয়ে জাতীয় সড়কে মিছিল করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বাবুর অভিযোগ, চলতি মাসে ইটাহার এবং ফারাক্কায় জাতীয় সড়কে অনুমতি না নিয়ে মিছিল করেছেন অভিষেক। তাঁর আইনজীবীর বক্তব্য, জাতীয় সড়ক আইন বলছে, অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারে না।

গত ২৪ এপ্রিল থেকে তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’তে রাজ্য সফরে বেরিয়েছেন অভিষেক। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে চলতি মাসের গোড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি পৌঁছেছিলেন মালদহে। এর পরে ওই জাতীয় সড়ক দিয়েই মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় ঢোকেন তিনি। এই পর্বে একাধিক জায়গায় তিনি জাতীয় সড়ক আটকে মিছিল করেন বলে বিজেপির অভিযোগ।

আগামী ৭ জুন প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শুভেন্দুর আইনজীবীর তরফে হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়।

অন্যদিকে, আগামী ২৭ মে মালদহে শুভেন্দু অধিকারীর সভা করার কথা থাকলেও তাতে এখনও পর্যন্ত অনুমতি মেলেনি। সেই অনুমতি চেয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। পুলিশ প্রশাসনের বক্তব্য, কেন ১৫ দিন আগে অনুমতি চাওয়া হল না? শুভেন্দু অধিকারীর দাবি, অনলাইনে সুযোগ দেওয়া হয়নি, তাই আবেদন পরে করা হয়েছে।