কলকাতা রাজ্য লিড নিউজ

অভিষেকের হেলিকপ্টারে আয়কর হানা, দীর্ঘ তল্লাশি!

রবিবার বেহালার ফ্লাইং ক্লাবে গিয়ে হাজির হন আয়কর দফতরের আধিকারিকেরা। অভিযোগ, সেখানে অভিষেকের নিরাপত্তারক্ষীদের একপ্রকার নিষ্ক্রিয় করে তল্লাশি অভিযান চালান তারা।

অভিষেকের দাবি, সেই তল্লাশি অভিযানে কিছুই মেলেনি। সোমবার এই হেলিকপ্টারে করেই হলদিয়ায় জনসভা করতে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে ইতিমধ্যে তুঙ্গে রাজনৈতিক বাদানুবাদ।

নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার কথা উল্লেখ করে কেন্দ্রীয় শাসক দলকে নিশানা করেছেন তিনি। অভিষেক লিখেছেন, “এনআইএ-র ডিজি এবং এসপিকে না সরিয়ে আমাকে হেনস্থার পথ বেছে নিয়েছে নির্বাচন কমিশন এবং বিজেপি। আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে আজ তাদের স্তাবক আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল। যদিও লাভের লাভ কিছুই হয়নি।”