ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার জেরে উত্তেজনা ছড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হামলার পেছনে বিজেপির যোগ রয়েছে বলে মনে করছেন। এবার এই হামলার ক্ষেত্রে মামলা দায়ের করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে রয়েছে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্টের মত অভিযোগ।ইতিমধ্যেই এই হামলার সঙ্গে যুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কুর্মি সমাজ নিজেদের দাবি নিয়ে প্রতিবাদ করে চলেছে। এই পরিস্থিতিতে গতকাল ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা চালানো হয়েছে। আক্রান্ত হয়েছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।
শাসকদলের অভিযোগ,তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের উদ্দেশ্যে ‘চোর চোর’ বলে স্লোগান দেওয়া হয়। এরপর তৃণমূল নেতার কনভয়ের শেষে থাকা মন্ত্রী বীরবাহার গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইটও। এতে মন্ত্রীর গাড়ির সামনের কাঁচ ভেঙে গিয়েছে। গাড়ি ভাঙচুর করার পাশাপাশি বীরবাহার গাড়ির চালককেও মারধর করার অভিযোগ উঠেছে। তৃণমূলের আরও অভিযোগ, দলীয় কর্মীদেরও বাঁশ, লাঠি দিয়ে মারা হয়। এদিন কুড়মিদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সিপিএম এবং বিজেপিকেও দায়ী করেছেন বীরবাহা। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির পর আসরে নামেন অভিষেক। এই হামলার পেছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।