শর্তসাপেক্ষে বুধবার অভিষেকের সভা হচ্ছে শহিদ মিনারেই। তবে আরোপিত হয়েছে কয়েকটি শর্ত। আগামীকাল শহিদ মিনারে অভিষেকের সভার প্রস্তুতি তুঙ্গে। তবে ঠিক তার আগের দিন অভিষেকের শহিদ মিনারে সভার বিরোধিতা করে আদালতে গিয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। সেই মামলার শুনানি হয় মঙ্গলবার দুপুরে। সকলের নজর ছিল আজ দুপুরের শুনানির দিকে।
বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে সভায় অনুমতি দিয়েছে আদালত। সঙ্গে বেশ কয়েকটি শর্ত যোগ করা হয়েছে।
প্রথমত: সভার প্রবেশদ্বার, বাহিরদ্বার এবং সকল গুরুত্বপূর্ণ জায়গা মুড়ে ফেলা হবে সিসিটিভি ক্যামেরা দিয়ে।
দ্বিতীয়ত: সভা থেকে কোনও প্রকার উস্কানিমূলক মন্তব্য পেশ করা যাবে না।
তৃতীয়ত: সব পক্ষকে শান্তি বজায় রাখতে হবে।
চতুর্থত: পর্যাপ্ত নিরাপত্তা দেবে পুলিশ।
পঞ্চমত: সভা শেষ হলে খোলা হবে ব্যারিকেড।
উল্লেখ্য, ডিএ আন্দোলনকারীদের বক্তব্য ছিল,আদালতের নির্দেশেই তাঁরা আন্দোলন চালাচ্ছেন শহিদ মিনারে। সেখানে একইসঙ্গে অভিষেকের সভা হলে বিপুল জমায়েত হবে। এত বিপুল সংখ্যাক মানুষের সমাগম হলে সমস্যা হতে পারে সবদিক থেকে। তবে অভিষেকের সভা আটকাল না হাইকোর্ট।