কয়লা পাচারকাণ্ডে ইডি-র তলবে রবিবার দিল্লিতে পৌঁছেছেন সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, ইডির সমনের বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা বিমানবন্দরে তিনি বলেছিলেন, ‘গত ৪ মাস ধরে আদালতে শুনানি ছিল। ১০ তারিখ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। চার রাজ্যে নির্বাচনে বিজেপি জেতার পর ১১ তারিখ আমার পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে। বিচারবিভাগের উপর ভরসা রেখেই বলছি, ১১ তারিখ আদালতে আমার আরজি খারিজ হয়ে যায়। এ নিয়ে আমি সুপ্রিম কোর্টে যাব’।
সম্প্রতি কয়লা পাচারকাণ্ডের তদন্তে ইডি ভিন্রাজ্যে ডেকে পাঠানোর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন অভিষেক ও রুজিরা। সেই আর্জি খারিজ করেন বিচারপতি রাজনীশ ভটনাগর। আবেদন খারিজ হওয়ার পরই ফের অভিষেক ও রুজিরাকে হাজিরার নোটিশ পাঠায় ইডি। কয়লা পাচারকাণ্ডে তাঁদের দিল্লিতে হাজিরা দিতে বলে ইডি।
প্রসঙ্গত ২০২১ সালের ১০ সেপ্টেম্বর অভিষেক ও তাঁর স্ত্রীকে তলব করেছিল ইডি। সেই তলবকে চ্যালেঞ্জ জানান তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রী। তাঁদের বক্তব্য ছিল, তাঁরা উভয়েই পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু তাঁদের ডেকে পাঠানো হচ্ছে ইডির দিল্লির অফিসে।
সলিসিটর জেনারেল মেহতা আবেদনের বিরোধিতা করে বলেন, “ইডির তদন্তের এক্তিয়ার একটি এলাকা, থানা বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ, আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের আওতায় যে অপরাধগুলি পড়ে, সেগুলিতে প্রায়ই এই ধরনের ঘটনা দেখা যায়।” অভিষেকের হয়ে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বালও পাল্টা যুক্তি দেন। আদালতে ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু এবং আইনজীবী অমিত মহাজনও উপস্থিত ছিলেন। তাঁরা যুক্তি দেন,মামলাটি ইডি-র হেডকোয়ার্টার ইনভেস্টিগেটিভ ইউনিটে তদন্ত করা হচ্ছে এবং তাদের একটি সর্বভারতীয় এক্তিয়ার রয়েছে।