রাজ্য লিড নিউজ

ED-র তলবে হাজিরা নয়, ৩ অক্টোবর দিল্লির ধর্নাতেই থাকছেন অভিষেক

আগামী ৩ অক্টোবর লিপ্‌স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। কিন্তু শুক্রবার অভিষেক এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানিয়ে দেন, আগামী ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার কর্মসূচি থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না। পৃথিবীর কোনও শক্তিই তাঁকে দমাতে পারবে না। ক্ষমতা থাকলে কেউ আটকে দেখাক।

কিন্তু এদিন বিকেলেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ইডিকে নির্দেশ, ৩ তারিখের নির্ধারিত তদন্ত প্রক্রিয়া যেন কোনওভাবে ব্যাহত না হয়।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তের গতি নিয়ে কলকাতা হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছে। এমনকী নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে এই তদন্ত প্রক্রিয়া থেকে সরানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি, বিচারপতি অমৃতা সিনহার এও নির্দেশ, মিথিলেশ মিশ্রকে বাংলায় কোনও তদন্তে নিয়োগ করা যাবে না।

এদিন ইডির আইনজীবী আদালতে বলেন, তাঁরা তদন্তে কোনও ত্রুটি রাখছেন না। অভিষেককে ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে। তা ছাড়া এই তদন্তের জন্য আরও অফিসার দিল্লি থেকে আসছেন। এরপরই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, ৩ অক্টোবর যেন তদন্তের কাজ হয়। তা যাতে কোনও ভাবে ব্যাহত না হয়।