ব্রেকিং নিউজ রাজ্য

রানাঘাটের সভা থেকে অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর

তৃণমূলের সেকেন্ড ম্যান ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর সেই রানাঘাটেই এক সপ্তাহের মধ্যেই সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বাক যুদ্ধ এখন রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে। এদিনও শুভেন্দু সেই বাক যুদ্ধের অংশ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবাব দেওয়ার মঞ্চ হিসাবে ব্যবহার করলেন রানাঘাটের সভাকে।

এই দিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ১৭ তারিখে রানাঘাটে একজন এসে বলে গিয়েছে তিনি কিছুই খাই না। এরপরেই তিনি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, তিনি কী খান জানেন?

এরপর শুভেন্দু বলেন, যিনি কিছুই খান না বলে দাবি করেন তিনি কয়লা খান, বালিখান, গরু খান, আর মদের বোতল থেকে পাঁচ টাকা করে খান। এদিন প্রকাশ্য জনসভা থেকে রাজ্যের শাসক দল ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই দিনও প্রধানমন্ত্রীর আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারী ছিল, দুর্নীতির টাকা লুট করে কোথাও কেউ পার পাবেনা। তাঁর দাবি, টাকা সুদে-আসলে আদায় করা হবে।