বিনোদন

অক্ষয়ের কাজের প্রশংসা শুনে চটলেন অভিষেক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের তারকা সন্তানদের যোগ্যতা নিয়ে কম কথা হয়নি। শুধু তারকা সন্তানরাই নয়; বলিউডের অনেক নামিদামি তারকাও এ থেকে রেহায় পায়নি। এরপরও ইন্ডাস্ট্রির অন্দরে এই কাদা ছোঁড়াছুড়ি কিন্তু থেমে নেই।এবার সামাজিক যোগাযোগমাধ্যমে অক্ষয় কুমারের কাজের প্রশংসা শুনে অভিষেক বচ্চন ক্ষুদ্ধ হয়েছেন।

বলিউডের এক চিত্রপ্রদর্শক অক্ষয়ের কাজের প্রশংসা করে সম্প্রতি একটি টুইট করেন। এতে তিনি লেখেন, ‘অক্ষয় এত দ্রুত কাজ করে শুটিং শেষ করে ফেলেন যে, তা সত্যিই তাক লাগানোর মতো। উপরন্তু ওর ছবিগুলো একেকটা সুপারহিটও হয়! অক্ষয় যে সময়ে একটা পুরো ছবি করে ফেলেন, অন্যান্য তারকারা সেই সময় হয়তো ছোট কোনও একটি দৃশ্যের কাজ করেন। কিংবা অভিনয় নিয়ে চর্চা করেন। তাদের নিজেদের জন্য আরও ভাল কিছু প্ল্যান করা উচিত।’

অবশ্য অনেকেই সাধুবাদ জানালেও অমিতাভপুত্র অভিষেক বচ্চন এ দেখে নিজের মেজাজ ধরে রাখতে পারেননি।

এ বিষয়ে অপর এক টুইট বার্তায় অভিষেক লেখেন, ‘এই কথাটা ঠিক নয়। প্রত্যেক মানুষই নিজের মতো করে কাজ নিয়ে অনুপ্রাণিত হন। সবারই কাজ করার একটা নিজস্ব গতি থাকে।’