ফের শুক্রবার হাইকোর্টে ধাক্কা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে এদিন প্রথমে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন অভিষেকের আইনজীবীরা। কিন্তু, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জরুরি ভিত্তিতে এই মামলা শুনতে রাজি না হওয়ায় সেই মামলা চলে যায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। কিন্তু সেখানেও ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ডিভিশন বেঞ্চও মামলা শুনতে রাজি নয়।
জানা গিয়েছে, আগামী সোমবার থেকেই গ্রীষ্মকালীন ছুটি পড়ছে। ফলে সব মামলা চলে যাবে অবকাশকালীন বেঞ্চে। স্বাভাবিকভাবেই চলতি সপ্তাহে যদি অভিষেকের মামলা শোনা না হয়, তাহলে অবকাশকালীন বেঞ্চে সেই মামলা চলে যাবে।
উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, প্রয়োজনে সিবিআই জেরা করতে পারবে অভিষেককে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক।প্রথমে এই নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে এই মামলা সরিয়ে দেওয়া হয়। মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে। দীর্ঘ শুনানির পরও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেননি বিচারপতি সিনহা। অর্থাৎ ইডি-সিবিআই চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেক ও কুন্তলকে। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার প্রথমে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করেও স্বস্তি মিলল না অভিষেকের।