১০ অক্টোবরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমস্ত তথ্য পেশ করতে হবে। তার জন্য আর এক ঘণ্টাও বাড়তি সময় দেওয়া হবে না, বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত অধিকর্তার সম্পত্তির হিসাব আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু অভিষেক যে তথ্য জমা দিয়েছিলেন তার ভিত্তিতে ইডির রিপোর্ট দেখে অসন্তুষ্ট হয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। ইডির তদন্তকারীর অফিসারকে ভর্ৎসনাও করেছিলেন তিনি। ইডি যাতে অভিষেক ও বাকি ডিরেক্টরের যাবতীয় সম্পত্তির হিসাব দ্রুত পেশ করে তার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
এমনকি অভিষেকের পেশ করা নথিতে সন্তুষ্ট না হলে তাঁকে ডেকে পাঠাতে পারবে তদন্তকারী সংস্থা। তবে তাঁকে তলব করার আগে ৪৮ ঘণ্টা সময় দিতে হবে। তাছাড়া পুজোর মধ্যে অর্থাৎ ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে অভিষেককে তলব করা যাবে না।