দেশ ব্রেকিং নিউজ

Tripura Election: ত্রিপুরায় শেষ বেলার প্রচারে ঝড় তুললেন অভিষেক

২৩ জুন ত্রিপুরায় উপনির্বাচন। পাখির চোখ চার কেন্দ্র। শেষ বেলার প্রচারে গিয়ে ত্রিপুরায় বর্তমান সরকারের বেহাল দশা তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ক্ষেত্রে বিজেপি সরকারের উদাসীন কার্যকলাপকে তুলে ধরে, ত্রিপুরায় উন্নয়নের স্বার্থে তৃণমূলকেই ভোট দেওয়ার আর্জি জানান তিনি।

অভিষেকের আর্জি, বিজেপি বিরোধী ভোট কংগ্রেস বা সিপিএমে নয়, তৃণমূলেই যেন সব ভোট আসে। মিথ্যা মামলায় দলীয় কর্মীদের ফাঁসানো হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন অগ্নিপথ প্রকল্প নিয়েও কেন্দ্রকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরিকল্পিতভাবে অগ্নিপথ প্রকল্পকে তুলে ধরা হয়েছে বলে সরব হন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। এদিন, প্রত্যেকেই বিজেপিকে তোপ দেগে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি জানান।

এদিন সাংবাদিক সম্মেলন থেকেই ত্রিপুরার মানুষকে হেল্পলাইন নম্বর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কোনও সময় তাঁর সঙ্গে যোগাযোগ করলেই তিনি মানুষের ডাকে সাড়ে দেবেন বলেও জানিয়েছেন তিনি। উপনির্বাচনে জয়ের লক্ষ্যে প্রচারে নেমেছে সব রাজনৈতিক দলগুলিই। তবে, শেষে জয়ের হাসি কে হাসবে, তা সময়ই বলবে।