রাজ্য লিড নিউজ

নিয়োগ দুর্নীতিতে ফের তলব অভিষেকেকে

নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তাঁকে হাজিরা দেওয়ার নোটিস দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন সকাল ১১ টা নাগাদ হাজিরা দিতে হবে তাঁকে। দলীয় সূত্রে খবর, হাজিরা দেবেন অভিষেক। এর আগে কয়লা-কেলেঙ্কারিতে ও পরে নিয়োগ দুর্নীতির মামলায় তলব করা হয়েছে অভিষেককে। তাঁর পুরো পরিবারকেও ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা।

উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি-র স্ক্যানারে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এমনকী অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলবও করেছে ইডি। কয়েকদিন আগেই ইডি, সিবিআই আধিকারিকদের আদালতে ডেকে পাঠান কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এমনকী ২৫ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ লিপস অ্যান্ড বাউন্ডসের সব ডিরেক্টর ও উচ্চ পদস্থ কর্মীদের সম্পত্তির খতিয়ান কোর্টে জমা দেয় ইডি। সেখানে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান জানতে চান বিচারপতি। কেননা লতা তিনিও লিপস অ্যান্ড বাউন্ডসের অন্যতম ডিরেক্টর ছিলেন বলে জানা গিয়েছে। এরপরই ২৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত তথ্য আদালতে জমাও দেন।