বুধবার থেকে মালদায় শুরু জনজোয়ার কর্মসূচি। এই কর্মসূচির দায়িত্বে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আর এদিনই জেলায় পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই কারণে সোমবার রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় মহলেই ব্যস্ততা চরমে।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মালদা-সহ দুই দিনাজপুরের প্রশাসনিক কর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন৷ ইতিমধ্যে তাঁর সফরসূচি জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছেছে৷ রাজ্যের প্রশাসনিক প্রধানের সভা নিয়ে এই মুহূর্তে তৎপর জেলা প্রশাসন৷
জানা গিয়েছে, বুধবার রাতে সরাইঘাট এক্সপ্রেসে মালদায় এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী৷ পুরাতন মালদার মঙ্গলবাড়িতে সেচ দফতরের অতিথিশালা মহানন্দা ভবনে রাত্রিবাস করবেন৷ পরদিন দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে তিনি মালদা-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনকে নিয়ে প্রশাসনিক সভা করবেন৷ সেদিনও তিনি মালদায় রাত্রিবাস করবেন৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি দলীয় বৈঠকও করতে পারেন৷ যদিও এনিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি৷ পরদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা ফিরবেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷
অন্যদিকে মঙ্গলবার রাতেই মালদায় পা রাখছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ জানা গিয়েছে, চাঁচল স্টেডিয়ামে অস্থায়ী শিবিরে রাত্রিবাস করবেন তিনি৷ বুধবার তিনি গাজোলের দেওতলায় প্রথম সভা করে সেখান থেকে তিনি যাবেন হবিবপুরের কেন্দুপুকুরে।