রাজ্য লিড নিউজ

শালবনিতে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক -মমতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে মেদিনীপুরের শালবনীতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর শহরের কুইকোটা হেলিপ্যাডে হেলিকপ্টার থেকে নেমে সোজা রওনা দেন সার্কিট হাউসে। কিছুক্ষণ সার্কিট হাউসে থাকার পরই রওনা দেন শালবনীর উদ্দেশ্যে। সেখানে তৃণমূলের দলীয় কর্মসূচি রয়েছে। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর মেদিনীপুর প্রবেশের রাস্তা জুড়ে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা বলয়। হেলিপ্যাড থেকে সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথের দুই ধারে দলীয় কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। তাদের দেখে কুইকোটা এলাকায় গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ কুশল বিনিময়ও করেন মুখ্যমন্ত্রী।

পথে যেতে হঠাৎ করে শালবনি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের পরিষেবা কেমন চলছে, তা নিয়ে  খোঁজখবর নিলেন তিনি। সদ্যোজাত একটি শিশুর নামকরণও করে দেন মুখ্যমন্ত্রী। তার নাম রাখেন ‘সঞ্চিতা’। মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় খুবই আনন্দিত সদ্যোজাতের পরিবার।

অন্যদিকে, রাজনৈতিক মহলের ধারণা, এই কর্মসূচি থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করতে পারেন মমতা। শুক্রবার জঙ্গলমহলে কুড়মিদের বিক্ষোভ ও অশান্তির ঘটনার পর থমথমে জঙ্গলমহলের পরিস্থিতি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, সেদিকে নজর থাকছে রাজনৈতিক মহলের । শনিবার রাতে ফের সড়কপথেই মেদিনীপুরে ফিরবেন মুখ্যমন্ত্রী। রবিবার সকালে কপ্টারে কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেই সময় মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকছেন জেলা সফরে।