তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপে গ্রহণে ইডিকে নিষেধ করল দেশের শীর্ষ আদালত। আপাতত বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোন বাঁধা থাকলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চোখের চিকিত্সার জন্য অভিষেকের দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু কয়লাকাণ্ডের তদন্তে তৃণমূল নেতার নাম জড়িয়ে যাওয়ায় তাঁকে বাধা দেয় ইডি। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত সেই বাধা থাকলো না। এই মামলার পরবর্তী শুনানি ৩০ শে সেপ্টেম্বর।
কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সে কারণেই একাধিকবার ইডি দপ্তরে হাজিরাও দিয়েছেন তিনি।গত শুক্রবারও সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডির তলবে হাজিরা দিয়েছেন তিনি। তখনই সুপ্রিম কোর্ট জানিয়েছিল সোমবার পর্যন্ত তাকে রক্ষা কবচ দেয়। এরপর সোমবার ফের একবার শীর্ষ আদালতের রায়ে স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিকে আজ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদ করার কথা ইডির। কয়লা পাচার কাণ্ডে যেভাবে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে ডেকে পাঠাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে খানিকটা অস্বস্তিতে পড়েছিল তৃণমূল।