রাজ্য লিড নিউজ

চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ সফরে অভিষেক

দীর্ঘ টানাপোড়েনের মাঝে অবশেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে সুপ্রিম কোর্টে সবুজ সংকেত মিলল। বুধবার সকাল ৯ টা ২০ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে এমিরেটসের বিমানে তিনি দুবাই রওনা হন। অভিষেকের সঙ্গে ওই বিমানে ছিলেন স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। দশ দিনের মধ্যেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে বলেই জানা গিয়েছে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি ঠিক হয়েছিল। কিন্তু সোমবার শুনানিতে এই মামলা শোনার ক্ষেত্রে বিচারপতি ঘোষের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল ইডি। এদিন ইডির আইনজীবী সওয়াল করে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এই সংক্রান্ত সব আবেদন সিঙ্গেল বেঞ্চে করতে হবে। তাহলে এই এজলাসে এই মামলা কীভাবে গ্রহণযোগ্য হবে? ইডির দাবি ছিল, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিষেক বন্দোপাধ্যায়ের আবেদন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই হওয়া উচিত। নিয়োগ দুর্নীতি তদন্ত বিচারপতি সিনহার নজরদারিতে হচ্ছে।’