সাত দফার ভোটে বিজেপির সাত অঙ্গ ভাঙা হবে। এই কথাই দার্জিলিংয়ের সভা থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রতি কড়া বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।কোনও হিংসা নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াতেই বিজেপির অঙ্গ ভাঙা হবে। এই কথা জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে প্রচার করেন অভিষেক৷ মাটিগাড়া – নকশালবাড়িতে সভায় বক্তব্য রাখেন তিনি৷
লোকসভা ভোটের মধ্যে আদালতে নির্দেশে চাকরি হারিয়েছেন রাজ্যের স্কুলের প্রায় ২৬ হাজার কর্মী। তারপর রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই রায়কে ‘বেআইনি’ বলে সরব হয়েছিলেন। কিন্তু লোকসভার প্রচারে এই নিয়ে কোনও বাক্য খরচ করলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন লোকসভার প্রচারে মাটিগাড়া-নকশালবাড়িতে অভিষেক জানিয়েছেন, অনেক ভাবেই চেষ্টা হচ্ছে, তবুও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারছে না বিজেপি। রাজনৈতিক মহলের দাবি, দার্জিলিঙের ভোট প্রচারে হাইকোর্টের রায়কে সুকৌশলে এড়িয়ে গিয়েছেন অভিষেক।