রাজ্য লিড নিউজ

অভিষেকের আর্জি শুনল না হাইকোর্ট! বুধবারই নিয়োগ দুর্নীতি মামলায় লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ

প্রাথমিক নিয়োগ মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কলকাতা হাইকোর্ট তাঁকে জানায়, নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই তাঁর। কারণ, ইডি আগেই এ ব্যাপারে মৌখিক প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে লিখিত ভাবে বক্তব্য জমা দিতে আরও তিন দিন সময় চেয়েছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আদালত তা মঞ্জুর করেনি। একই সঙ্গে বিচারপতি জানান, বুধবারের মধ্যে সব পক্ষ লিখিত বক্তব্য জমা দিতে পারবে আদালতে। ইডি লিখিত জবাব দিলেও অভিষেক সময় চেয়েছেন তিন দিন। বিচারপতি যদিও তা মানেননি।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, “বুধবারের মধ্যে সব পক্ষের লিখিত বক্তব্য জমা দেওয়ার কথা ছিল। আরও তিন দিন অতিরিক্ত সময় দেওয়া যাবে না।” অর্থাৎ বুধবারের মধ্যে বক্তব্য জানাতে হবে অভিষেককে। ওই দিন বিকেল সাড়ে ৪টের সময় এই মামলার পরবর্তী শুনানি। অন্য দিকে, আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছে ইডি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা ইডি ১০ সেপ্টেম্বর অভিষেককে সমন পাঠিয়েছে। গত বুধবার তাঁকে ইডির দফতরে হাজির হতে বলা হয়। এর আগেও তাঁকে সমন পাঠানো হয়েছিল। এ বিষয়ে ইডির আইনজীবী জানিয়েছিলেন, “অভিষেককে সমন পাঠানো হয়েছে। তদন্তের প্রয়োজনে তাঁর হাজিরা দেওয়া কথা। অনেককেই তো সমন পাঠানো হয়। সবাইকে কি গ্রেফতার করা হয়?”