ব্রেকিং নিউজ রাজ্য

চিঠি মামলায় স্বস্তি পেলেন না অভিষেক

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি মামলায় স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা। চাইলে সিবিআই তলব করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে,এমনটাই সূত্রের খবর। উল্লেখ্য, এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানিয়েছিলেন, প্রয়োজনে কুন্তল ঘোষের মুখোমুখি অভিষেককে বসিয়ে জেরা করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি। তারপর সুপ্রিম কোর্টে যায় মামলা। সাতদিন স্থগিতাদেশের পর হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়। তারপর এই মামলার বেঞ্চ বদল করা হয়।

তবে,বিচারপতি সিনহা এদিন স্থগিতাদেশ না দিলেও কোনও নির্দেশ দেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্য এবং কুন্তল ঘোষের চিঠির সময় বিশ্লেষণ করলেই দেখা যাবে বিষয়টি কতটা তাৎপর্যপূর্ণ।’ তিনি আরও দাবি করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরদারিতে এই মামলার শুনানি চলছিল। সেজন্য বিষয়টি সামনে আসার পরই বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, এবং সমস্ত বিষয় আদালতকে জানানো হয়। তারপরেই আদালত ওই নির্দেশ দেয়। শুনানি শেষে বিচারপতি সিনহা কোনও নির্দেশ দেননি। মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে।

কুন্তল ঘোষ এর আগে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন, তদন্তে জেরা করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। তাই হাই কোর্টের গোচরে এলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক।