রাজ্য লিড নিউজ

৫০ লক্ষ চিঠি নিয়ে বৃহস্পতিবার রাজভবন অভিযানের ডাক অভিষেকের

দিল্লির কৃষি ভবনের সামনে থেকে তৃণমূল সাংসদদের টেনে হিঁচড়ে তুলে দেওয়ার ঘটনায় সুর আরও চড়াল তৃণমূল। বৃহস্পতিবার বিকেল ৩টেয় রাজভবন অভিযানের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

কৃষি ভবন থেকে অভিষেকদের নিয়ে যাওয়া হয় মুখার্জিনগর থানায়। প্রায় দু’ঘণ্টা পর থানা থেকে বেরিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নিরঞ্জন জ্যোতিকে আক্রমণ করেন অভিষেক৷

তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় মন্ত্রী ভুক্তভোগীদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। তিনি সন্তানহারাদের সঙ্গে দেখা না করে পালিয়ে গিয়েছেন। মঙ্গলবার যন্তর মন্তরের কর্মসূচি সেরে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে কৃষি ভবনে যান অভিষেক সহ তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী তাঁদের সঙ্গে দেখা না করায় কৃষিভবনেই অবস্থান শুরু করেন তাঁরা৷ রাত্রি ৯টা নাগাদ তাঁদের জোর করে তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, বুধবার ৫০ লক্ষ চিঠি নিয়ে দিল্লি অভিযান করে তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সেই চিঠি নিয়ে দেখা করতে যাওয়ার পরই ‘নাটক’ চরমে ওঠে। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তো দূরের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতা-নেত্রীদের আটক হতে হয় দিল্লি পুলিশের হাতে। মুক্তি পাওয়ার পরই রাজভবন অভিযানের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।