রাজ্য

মঙ্গলবার রুজিরা–সিবিআই সাক্ষাৎ

কয়লা কাণ্ডের রহস্য জানতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার পাশাপাশি তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও নোটিশ পাঠিয়েছিল সিবিআই। সোমবার পাল্টা চিঠি পাঠিয়ে নিজের অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন রুজিরা। এমনকী মঙ্গলবার তিনি জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাসভবনে সিবিআই আধিকারিকদের আসতে বলেছেন। আর তাতেই সক্রিয় হয়ে উঠল সিবিআই। এদিন দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে পঞ্চসায়রে তাঁর বিলাসবহুল আবাসনে পৌঁছন সিবিআই আধিকারিকরা।
যদিও মহিলা অফিসারদের নিয়ে আবাসনের ভেতরে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীদের বাধার সম্মুখীন হন সিবিআই আধিকারিকরা। অভিযোগ, আবাসনের মূল দরজা বন্ধ করে দেওয়া হয়। বিলাসবহুল এই আবাসনের কোনও আবাসিকের সঙ্গে সাক্ষাৎ করতে এলে সেই আবাসিকের অনুমতি সাপেক্ষ কোনও নথি দেখাতে হয়। আর তা না থাকায় এদিন সিবিআই–কে বাধা দেন নিরাপত্তারক্ষীরা।
পরে অবশ্য সিবিআই আধিকারিকরা বেশ কিছুক্ষণ আবাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলার পর তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। তবে কোনও গাড়িতে নয়, পায়ে হেঁটে ভেতরে ঢুকতে হয় ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের।
অভিষেকের স্ত্রী রুজিরা–শ্যালিকা মেনকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু তথ্য জানতে চায় সিবিআই। কয়লা কাণ্ডে তাঁদের আপাতত সাক্ষী হিসেবেই দেখাতে চয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সোমবার সিবিআই নোটিশের জবাবি চিঠিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার নিজের বাসভবনে ডেকেছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে লিখেছেন, মঙ্গলবার দুপুর ১১টা থেকে ৩টের মধ্যে যে কোনও সময়ে তাঁর বাড়িতে এসে তাঁর সঙ্গে কথা বলতে পারে সিবিআইয়ের তদন্তকারী দল।