জেলা

বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক

এবার বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন তৃণমূল যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটপ্রচারে বিজেপিকে চ্যালেঞ্জের ছুড়ে অভিষেক বলেন, ‘‌উন্নয়নের নিরিখে ১০–০ গোলে বিজেপিকে হারাব। যদি হারাতে না পারি তাহলে রাজনীতির আঙিনায় পা রাখব না।’‌ পদ্মশিবিরকে নিশানা করে তিনি আরও জানান, একটা সরকার কী কাজ করেছে, তার রিপোর্ট কার্ড থাকা দরকার। ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, আর ৭ বছরে নরেন্দ্র মোদী কী করেছেন?
ভাঙা পা নিয়েই তৃণমূলনেত্রী পথে নেমেছেন। সেই বিষয়ে অভিষেক জানান, ভাঙা পায়েই যুদ্ধ হবে। জয় ছিনিয়ে আনব আমরা। মমতাকে যতই আক্রমণ করুণ না কেন, তিনি আত্মসমর্পণ করবেন না। গলা কেটে দিলেও বশ্যতা স্বীকার করবেন না। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি, স্লোগানও দেন অভিষেক। এরপরই তিনি বলেন, ‘‌আমরা স্বামীজির গেরুয়া রঙে বিশ্বাস করি। যোগী আদিত্যনাথের গেরুয়া রঙকে বিশ্বাস করি না।’‌
আবার হুইলচেয়ারেই ভোটপ্রচারে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক জনসভা থেকে অমিত শাহকে নিশানা করে মমতা বলেছেন, ‘‌হোম মিনিস্টার দেশ চালাবেন। তা না করে কলকাতায় বসে চক্রান্ত করছেন, কোথায় কাকে গ্রেপ্তার করা হবে। শিল্পপতিদের ঘরে ঘরে রেইড করা হচ্ছে। কী ভাবেন অমিত শাহ নিজেকে? নন্দীগ্রামের আন্দোলনকারীদের বেছে বেছে নোটিশ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে দেখতে বলব, কেন সরকারি আধিকারিক, রাজনৈতিক নেতাদের হেনস্থা করা হচ্ছে।’‌