দেশ লিড নিউজ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায় একসময়ে যে পদে আসীন ছিলেন, সেই আসনই পেলেন অভিষেক। যুব তৃণমূল কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকেই তিনি পদত্যাপত্র জমা করেন। তাঁর বদলে এই পদে এলেন অভিনেত্রী সায়নী ঘোষ। তৃণমূলের নতুন যুব সভাপতি হলেন সায়নী। সূত্রের খবর, ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনেই এই ইস্তফা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই অভিষেককে দলের বড় দায়িত্ব দেওয়া হল বলে মনে করা হচ্ছে।
শনিবার দলের সাংগাঠনিক রদবদল নিয়ে তৃণমূল ভবনে বৈঠক চলছে। সেখানে দলের সাংগাঠনিক খোলনলচে বদলের পথে হাঁটছে দল। ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দলের বিভিন্ন পদে তাৎপর্যপূর্ণ পরিবর্তন করা হল এদিন। উত্তরবঙ্গে বিশেষ জোর দেওয়া হয়েছে। অভিনেত্রী সায়নী ঘোষ আসানসোল দক্ষিণের প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে জিততে না পারলেও রাজনীতিতে পা রেখেই নজর কেড়েছিলেন তিনি। তাই ভাল কাজেরই স্বীকৃতি পেলেন টলি–অভিনেত্রী।
এদিনের বৈঠকে জানিয়ে দেওয়া হল, মন্ত্রীরা আর জেলা সভাপতি থাকতে পারবেন না। মন্ত্রীদের গাড়িতে লালবাতি লাগানো যাবে না। ফেসবুক–সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে পোস্ট করা যাবে না। এমনকী, লাইভ করে দল সম্পর্কে যা ইচ্ছে বলা যাবে না।