রাজ্য লিড নিউজ

নির্ধারিত সময়েই ইডি দফতরে হাজিরা অভিষেকের

নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির জিজ্ঞাসাবাদের জবাব দিতে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নির্ধারিত সময়েই ইডি দফতরে পৌঁছলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। এদিন সময় মত পৌঁছে যান তিনি।

এ প্রসঙ্গে মন্ত্রী শশী পাঁজা বলেন, “অভিষেকের জন্ম দিনের দিনই উপহার স্বরূপ সমন পাঠিয়েছে যে বৃহস্পতিবার ইডি অফিসে হাজিরা দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই যাবেন। সমস্ত প্রশ্নের উত্তর দেবেন।”

এর আগে গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দফতরে ডাকা হয়েছিল। ওই দিন দিল্লিতে তাঁর ধর্না কর্মসূচি থাকায় অপারগতার কথা জানিয়ে দিয়েছিলেন অভিষেক। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক ১০ অক্টোবরের মধ্যে তাঁর আয় ব্যয়ের হিসাব পেশ করেছিলেন তিনি।