নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১১টা ৩৫ নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক। সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স চত্বর। এরপর সিজিও কমপ্লেক্সের পাঁচতলায় ইডি-র দফতরে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন দু’জন অ্যাসিস্টেন্ট পদমর্যাদার অফিসার। জিজ্ঞাসাবাদের সময় অভিষেকের বয়ান এবং ভিডিয়ো রেকর্ডিংও করা হয়। এদিন প্রায় ৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
আদালত সূত্রে খবর, অভিষেককে সমন পাঠানো হলেও ইডি তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নেওয়ার কথা আগেই জানিয়েছিল। ইডি সূত্রে খবর, ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত ছিল। সেই জল কোথায়, কাদের কাছে, কবে থেকে সাপ্লাই শুরু হয়? এমনকী এই সংস্থার বার্ষিক আয় কত, টাকার উৎস কী? এই সংক্রান্ত তথ্য অভিষেকের কাছে জানতে চান ইডির আধিকারিকরা।
এর আগে ‘লিপস এন্ড বাউন্ডস’ সংস্থার একটি মামলার শুনানিতে ইডি জানিয়েছিল, এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ওই সংস্থার সিইও পদে রয়েছেন। এরপরেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কেন অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হচ্ছে না? আগামী ১৪ সেপ্টেম্বর এ বিষয়ে তিনি ইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার আগেই তলব করা হয় অভিষেককে।