ব্রেকিং নিউজ রাজ্য

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজের আর্জি নিয়ে হাইকোর্টে মামলা অভিষেকের

কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে এই মামলায় সুপ্রিম কোর্ট কোনও রক্ষাকবচ দেয়নি অভিষেককে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ৪৮২ ধারায় মামলা দায়ের করতে পারেন অভিষেক। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করলেন অভিষেক।

উল্লেখ্য, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ২৯ মার্চ শহিদ মিনারের সভা থেকে বলেছিলেন, হেফাজতে মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল সিবিআই। সেইজন্য চাপও দেওয়া হয়েছিল। অভিষেকের দাবির পরেই বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ নিম্ন আদালতের বিচারক ও হেস্টিংস থানাকে চিঠি লিখে জানিয়েছিলেন, কেন্দ্রীয় এজেন্সি তাঁকে চাপ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য।

এই অভিযোগ জানিয়ে আদালতে অভিযোগ দায়ের করেন কুন্তল। এর পর প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগও দায়ের করেন কুন্তল। কুন্তলের অভিযোগের তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকী এই মামলায় অভিষেককে জেরা করা যাবে বলেও জানান তিনি। এর পর ঘটনাক্রমে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলাটি যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় অপরিবর্তিত রাখেন বিচারপতি সিনহা।

সুপ্রিম কোর্টেও অভিষেকের জরিমানা মঞ্জুর হলেও রক্ষাকবচ মেলেনি। অবশেষে এই নিয়ে ফের হাইকোর্টে মামলা করলেন অভিষেক। ২৪ জুলাই এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।