ব্রেকিং নিউজ রাজ্য

ফের অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা শুভেন্দুর

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হচ্ছে,এবার এমনটাই অভিযোগ তুলেই হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন শুভেন্দু অধিকারী।তাঁর অভিযোগ, দলীয় ভোটে কেন এত পুলিশ রাখা হবে? এদিন নাম না করেই তৃণমূলকে খোঁচা দিয়ে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারই শুভেন্দু হাইকোর্টে অভিযোগ করেন, ইটাহার এবং ফরাক্কায় জাতীয় সড়ক আটকে মিছিল করেছেন অভিষেক। সেই অভিযোগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের অভিষেকের বিরুদ্ধে ফের হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা।

অন্যদিকে, বৃহস্পতিবারই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন নন্দীগ্রামের বিধায়ক। সেখানে তিনি চলতি মাসের উত্তর দিনাজপুরের ইটাহার ও মুর্শিদাবাদের ফরাক্কায় জাতীয় সড়ক আটকে মিছিল করার অভিযোগ আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুভেন্দুর আইনজীবীদের বক্তব্য, জাতীয় সড়ক আইন অনুযায়ী ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারবে না। জুনের দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।