মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করেছে নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টার জন্য তাঁর প্রচার বন্ধ রাখতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে এবার কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
প্রচারে নিষেধাজ্ঞায় তাঁর ‘সম্মানহানি’ হয়েছে বলে দাবি করেন প্রাক্তন বিচারপতি। এদিন সাংবাদিক বৈঠক করে অভিজিৎ জানান, ‘নোটিশের ছদ্মবেশে আমার মানহানি করা হয়েছে। আমি সেই নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছি।’ এবার সেই নির্দেশটি পুনর্বিবেচনা করা হয় কিনা সেটাই দেখার।