Abdul Majud has been hanged at saturday midnight in Dhaka jail. He is one of the killerr of Sekh Mujib in 1975.
বাংলাদেশ ব্রেকিং নিউজ

ফাঁসি হল মুজিব হত্যার আসামীর

ফাঁসিতে ঝোলানো হল বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদকে। শনিবার রাত ১২টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে মৃ্ত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ৬ জনের সাজা কার্যকর হল। মুজিব জন্মশতবর্ষ পালন করছে বাংলাদেশ। তার মধ্যেই তাঁর খুনির মৃত্যুদণ্ড কার্যকর হল। করোনা আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব থেকে বাংলাদেশও। তার মধ্যেই এই ফাঁসি খানিকটা খুশির হাওয়া এনে দিল বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, শনিবার সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার নিরাপত্তা জোরদার করা হয়। কেন্দ্রীয় কারাগারের চার পাশে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় করা হয়েছিল। নিয়ম অনুসারে শুক্রবার মাজেদের সঙ্গে স্ত্রী–সহ পরিবারের পাঁচ সদস্য শেষ সাক্ষাৎ হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে খুন হন। আবদুল মাজেদ এই খুনের সঙ্গে জড়িত ছিল। ১৯৯৬ সালে আওয়ামি লিগ ক্ষমতায় ফেরার পরে এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। তখন গা ঢাকা দেয় একদা সেনাবাহিনীর পদস্থ কর্তা আবদুল মাজেদ। তবে গত মঙ্গলবার রাজধানী ঢাকায় পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল সে।
মুজিব হত্যাকাণ্ডে মোট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছিল বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এর মধ্যে ২০১০ সালের ২৭ জানুয়ারি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মুহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আর এক আসামি আজিজ পাশা ২০০২ সালে পলাতক অবস্থায় জিম্বাবোয়েতে মারা যায়।