আগে নির্দেশ ছিল সরকারি প্রতিষ্ঠানগুলিতে বাধ্যতামূলক করতে হবে আরোগ্য সেতু অ্যাপ। এবার বেসরকারি সংস্থাগুলির উপর বাধ্যতামূলক করা হলো আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, দেশজুড়ে সরকারি এবং বেসরকারি সংস্থার সব কর্মীদের ব্যবহার করতে হবে আরোগ্য সেতু অ্যাপ। এই নিয়মের অন্যথা হলে দায় নিতে হবে সংস্থার কর্তৃপক্ষকে।
এদিকে যে সব কর্মী অফিসে যাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে আগামী ৪ মে থেকে মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল বাধ্যতামূলক বলে কেন্দ্রের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। বাড়ি থেকে কাজ করা কর্মীদের ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার ঐচ্ছিক। কনটেনমেন্ট জোনে থাকা কর্মীদের ক্ষেত্রে এই অ্যাপ বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে।
উল্লেখ্য, এপ্রিল মাসে আরোগ্য সেতু অ্যাপ লঞ্চ করে কেন্দ্র। তখন এই অ্যাপ ব্যবহার ঐচ্ছিক ছিল। কিন্তু ধীরে ধীরে বাধ্যতমূলকের পথে হাঁটতে শুরু করেছে কেন্দ্র। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানাচ্ছে কেন্দ্র। আরও দু’সপ্তাহের জন্য লকডাউন জারি হলেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সেখানেই আরোগ্য সেতু অ্যাপকে নজরদারি হিসাবে ব্যবহার করতে চাইছে মোদী সরকার।
অন্যদিকে এই অ্যাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। কেন্দ্র চাইছে আরোগ্য সেতু অ্যাপ কনটেনমেন্ট জোনে একশো শতাংশ ব্যবহার। এখানে আম–জনতার গোপনীয় তথ্য কতটা সুরক্ষিত থাকবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। জিপিএস–এর মাধ্যমে হটস্পট চিহ্নিত করবে এই অ্যাপ।