দেশ বিনোদন ব্রেকিং নিউজ

মাত্র ১৯ বছরেই চলে গেলেন আমির খানের ‘দঙ্গল’-এর ছোট ববিতা

ভুল চিকিৎসার শিকার হয়ে প্রাণ গেল ববিতা ওরফে সুহানি ভাটনগর। বয়স হয়েছিল মাত্র ১৯ বছর।

পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগেই এক দুর্ঘটনার সম্মুখীন হন সুহানি। সেই সময় পা ভেঙে যায় অভিনেত্রীর। দিল্লি এমস-এ ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসা শুরু করা হয় তাঁর।
সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেয়েছিলেন তিনি। সেখান থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়, শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। সেই কারণেই এই তরুণী অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

ফরিদাবাদের মেয়ে সুহানি। শনিবার সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি। তবে পড়াশোনার জন্য আপাতত অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। সুহানি জানিয়েছিলেন, পড়াশোনা শেষ করে আবারও তিনি অভিনয়ে ফিরবেন। তবে তাঁর সে ইচ্ছা অধরাই রয়ে গেল!