বিনোদন

ধবধবে সাদা চুলের আমির খান

করোনাকালীন এই সময়টিতে অধিকাংশ মানুষই ঘরে বসে নিজেদের সময় পার করছেন। তারকাদের ক্ষেত্রেও যার ব্যতিক্রম হচ্ছে না। ফলে দীর্ঘ দিন শুটিং ও ক্যামেরার আড়ালে থাকা অনেক তারকাই মেকাপ কিংবা সাজসজ্জ্বার বাইরে থাকছেন।

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খানকে এবার তেমনই মেকাপহীন এক অচেনা লুকে ক্যামেরার সামনে পাওয়া গেল। মঙ্গলবার এই অভিনেতাকে মুম্বাইয়ের এক পশুচিকিৎসক কেন্দ্রালয়ে দেখা গিয়েছিল। যেখানে চিকিৎসা দেবার জন্য তিনি তার পালিত কুকুরটিকে নিয়ে গিয়েছিলেন। এসময় পাপারাজ্জিদের ক্যামেরা সামনে তাঁকে তার কুকুর হাতে পোজ দিতে দেখা গেছে। ক্যামেরায় পাকা চুলের আমির খানকে দেখা গেল। এসময় তার পরনে ছিল কালো টি-শার্ট এবং ধূসর প্যান্ট।