দেশ লিড নিউজ

জাতীয় দলের স্বীকৃতি পেল আম আদমি পার্টি

সবে জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল। সেই আবহেই এবার আম আদমি পার্টিকে জাতীয় দল হিসাবে ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এই ঘোষণার পরেই যথেষ্টই উদ্বুদ্ধ কেজরিওয়াল শিবির।

নির্বাচন কমিশনের ৬বি (৩) ধারা অনুযায়ী দিল্লি, গোয়া, পাঞ্জাব এবং গুজরাটে ভালো ফল করা এবং ওই চার রাজ্যে রাজ্য দল হিসেবে স্বীকৃতি পাওয়ার পরই এবার জাতীয় দলের স্বীকৃতি মিলেছে।

নিয়ম অনুযায়ী, কোনও রাজনৈতিক দল যদি চারটি বা তার বেশি রাজ্যে লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনে মোট প্রদত্ত ভোটের ৬ শতাংশ পায় তা হলে তাকে জাতীয় দল বলা যেতে পারে। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে ওই রাজনৈতিক দলকে লোকসভা ভোটে অন্তত ৪ টি আসনে জিততে হবে এবং লোকসভা ভোটে মোট প্রদত্ত ভোটের ২ শতাংশ পেতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন রাজনৈতিক দল হিসাবে আম আদমি পার্টি এই শর্তপূরণ করছে। কারণ, দিল্লির পাশাপাশি পাঞ্জাবেও তারা সরকারের রয়েছে। গোয়া ভোটে তারা ৬.৭৭ শতাংশ ভোট পেয়েছে। গুজরাতে বিধানসভা নির্বাচনেও আপ ভোট পেয়েছিল ১২.৯১ শতাংশ।

এদিন কমিশনের তরফে জাতীয় দলের তকমা পাওয়ার পরই একটি টুইট করে অরবিন্দ কেজরিওয়াল লেখেন,‘এত অল্প সময়ে জাতীয় দলের মর্যাদা? এটা তো অলৌকিকের চেয়ে কম কিছু নয়। সাধারণ মানুষ আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করেন। আমরা যেন ঠিকমতো সেই দায়িত্ব পালন করতে পারি।’

বর্তমানে জাতীয় রাজনৈতিক দল হিসেবে টিকে রইল মাত্র ছয়টি রাজনৈতিক দল- বিজেপি, জাতীয় কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি), সিপিএম, আম আদমি পার্টি (আপ) এবং কনরাড সাংমার নেতৃত্বাধীন এনপিপি (ন্যাশনাল পিপিলস পার্টি)।

প্রসঙ্গত, ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের মর্যাদা দিয়েছিল ভারতের নির্বাচন কমিশন। সম্প্রতি সেই মর্যাদা হারিয়েছে তৃণমূল। উল্লেখ্য, এখন ভারতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ২৮৫৮টি এবং অনিবন্ধিত দল রয়েছে ২৭৯৬টি।