করোনা চিকিৎসা এবং টিকাকরণে কি বাধ্যতামূলক আধার কার্ড? দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রশ্ন উঠছিল। এমনকী, কোথাও কোথাও এই ধরণের ঘটনাও ঘটছিল। তার মাঝেই করোনার চিকিৎসা বা কোভিড টিকাকরণের আধার কার্ডের ব্যবহার নিয়ে বিবৃতি দিল কেন্দ্র। কী জানাল তারা? আধার কার্ড না থাকলে ফিরিয়ে দেওয়া যাবে না রোগীকে। ভ্যাকসিন, ওষুধ, হাসপাতালে ভর্তি করা ও চিকিৎসার জন্য আধার কার্ডের নম্বর বাধ্যতামূলক নয় বলে জানাল কেন্দ্র।
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আধার কার্ড না থাকার অজুহাতে কাউকে অত্যাবশকীয় পরিষেবা বা জরুরি পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। আধার না থাকলে কী করতে হবে তা নির্দিষ্ট করে নিয়মে বলা রয়েছে, প্রয়োজনে সেই নিয়ম মেনে কাজ করতে হবে। করোনার চিকিৎসার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওঠা অভিযোগ নিরসন করতেই সরকারিভাবে এই বিবৃতি জারি করা হল বলে মনে করা হচ্ছে।
ভ্যাকসিন পেতে ও চিকিৎসা ক্ষেত্রে যে পরিচয়পত্রের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আধার নম্বর, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পাসবুক, ভোটার কার্ড নথিভুক্ত করলেই হবে। এমনকী ‘আরোগ্য সেতু’ অ্যাপে রেজিস্টারের ক্ষেত্রেও এই পরিচয়পত্র গুলি কার্যকর। কেন্দ্র জানাচ্ছে, টিকা বা চিকিৎসা পেতে দেশে বৈধ এমন পরিচয়পত্র প্রয়োজন। তা আধার কার্ড না হলেও চলবে।
