মুর্শিদাবাদ, বীরভূমের পর এবার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর। তবে এখান থেকে জঙ্গি ধরা পড়েনি। জঙ্গিদের অস্ত্রশস্ত্র ধরা পড়েছে বলে খবর। এদিন বারুইপুর থেকে উদ্ধার হল প্রচুর আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান বারুইপুর জেলার স্পেশাল অপারেশান গ্রুপের পুলিশ কর্মীরা। এস আই লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সেখানে প্রচুর আগ্নেয়াস্ত্র–সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এই যুবক কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান জঙ্গি যোগ থাকতে পারে।
কেন জঙ্গি যোগ থাকতে পারে বলে পুলিশ মনে করছে? পুলিশ সূত্রে খবর, জঙ্গি যোগ না থাকলে এত বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এলো কোথা থেকে। ধৃতের নাম আলাউদ্দিন লস্কর। ধৃতের কাছ থেকে ৬টি বন্দুক, নগদ প্রায় ৩০ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ধৃত যুবকের দেওয়া জবানবন্দি থেকে জানা গিয়েছে, বারুইপুরের ফুলতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জয়নগর থানার বাকচি গোবিন্দপুরের বাসিন্দা সে। অস্ত্র বিক্রির জন্য সে বারুইপুর এলাকায় এসেছিল। কিন্তু অস্ত্র কে দিয়েছিল? কেন বিক্রি করতে এসেছিল? কাদের বিক্রি করার কথা ছিল? এইসব প্রশ্নের উত্তর জানতে দফায় দফায় জেরা করছে পুলিশ।
ধৃতকে এদিন বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে জেরা করে এই অস্ত্র কারবারের সঙ্গে আর কে কে বা কারা জড়িত, তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। মনে করা হচ্ছে এই ঘটনার পেছনে জঙ্গি যোগ রয়েছে। তবে কোন জঙ্গি সংগঠন তা এখনও জানা যায়নি।