ব্রেকিং নিউজ রাজ্য

Shaktipur PS: ধারের টাকা না মেটাতে পারায় প্রতিবেশীর হাতে কুপিয়ে খুন যুবক

ধারে টাকা নিয়ে শোধ করতে না পারায় বচসার জেরে প্রতিবেশীর হাতে ক্ষতবিক্ষত হয়ে খুন হল বছর ২৮ -এর ফিরদৌস শেখ নামে এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানা এলাকায়।

মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মৃত ফিরদৌস শেখের সঙ্গে টাকা নিয়ে বিবাদ চলছিল প্রতিবেশী আখতারুল শেখের। স্থানীয়রা জানান, মৃত যুবক বেশ কিছুদিন আগে অভিযুক্ত যুবকের কাছে ৫০০০ টাকা ধার নেয়। তবে সেই টাকা সুদ দিতে সময় লাগায় এদিন আখতারুলের বাড়ি বচসায় জড়িয়ে পড়ে ফিরদৌস। পরে ঘরের ভেতর ফিরদৌসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে আখতারুল শেখের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পাশাপাশি সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে শক্তিপুর থানার পুলিশ।