ব্রেকিং নিউজ রাজ্য

মুর্শিদাবাদে বোমা ফেটে মৃত্যু এক যুবকের

মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধার সময় বোমা ফেটে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম আলিম শেখ। ভোটের সময় এলাকায় সন্ত্রাস তৈরির উদ্দেশ্যে ওই বোমা তৈরি হচ্ছিল বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয়দের দাবি, শনিবার সকাল থেকে মজ্যেমপুরে এলাকার একটি পাটের জমিতে বোমা বাঁধছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই সময় হঠাৎ করেই বিস্ফোরণ হয়। স্থানীয়রা বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলডাঙা থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক দুষ্কৃতীকে। বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২০টি বোমাও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে,মৃত আলিম শেখ, মুর্শিদাবাদের বেলডাঙার কাপাসডাঙার বাসিন্দা।

ওই যুবককে বেলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে তার। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে আলিম শেখের। ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যে বোমা বাঁধার কাজ চলছিল বলেই দাবি স্থানীয়দের। কংগ্রেসের দাবি, তৃণমূলই ভাড়া করা দুষ্কৃতী দিয়ে বোমা বাঁধার কাজ করা হচ্ছিল। যদিও তৃণমূল সেই অভিযোগ নস্যাৎ করে গোটা ঘটনার দায় কংগ্রেসের উপরেই চাপিয়েছে । এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।