ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে প্রাণ গেল এক মহিলা বিজেপি কর্মীর। মৃত মহিলার নাম রতিবালা আড়ি। জখম হয়েছেন আরও অন্তত ৮ জন। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নেতাকর্মীরা।
জানা গিয়েছে, ২৫ তারিখ নন্দীগ্রামে ষষ্ঠ দফার ভোট রয়েছে। ভোট প্রচারের শেষলগ্নে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় বুধবার গভীর রাতে পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। কারণ, এলাকায় দুই দলের ফ্ল্যাগ,ফেস্টুন,ব্যানার সহ বুথ অফিস রয়েছে। যাতে এক পক্ষ অপর পক্ষের কোনও ক্ষতি না করতে পারে সেই কারণে চলছিল পাহারার কাজ। সেই সময়ই সশস্ত্র বাইক বাহিনী বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। দুই পক্ষ বাঁশ লাঠি সহ অস্ত্র নিয়ে হামলা চালায়।
ঘটনাস্থলেই এক মহিলা বিজেপি কর্মীর উপর বাঁশ লাঠি হাতে চড়াও হয়। বাঁশের বাড়ি লাগে তাঁর মাথায়। সঙ্গে-সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি নেতাকর্মীরা।