জেলা ব্রেকিং নিউজ

শ্রীরামপুর ঘাটে ভেসে উঠল আস্ত একটা কুমির

হুগলির শ্রীরামপুরে কালিবাবুর শ্মশান ঘাটে মঙ্গলবার সকালে স্নান করতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় স্থানীয়দের। কচুরিপানার মধ্যে থেকে উঁকি দিচ্ছে কুমিরের দেহ। কুমিরের মৃতদেহ দেখতে স্থানীয়দের অনেকেই ভিড় জমান কালিবাবুর ঘাটে।

উল্লেখ্য, মাস খানেক আগে গঙ্গায় কুমিরের দেখা মিলেছিল। প্রথমে মুর্শিদাবাদ, তারপর নদিয়ার বিভিন্ন জায়গায় গঙ্গার বুকে কুমির দেখা যায়। হুগলির গুপ্তিপাড়ায় কুমিরের আতঙ্ক ছড়ায়। মাইক প্রচার করে গঙ্গায় নামতে নিষেধ করে প্রশাসন। কাপড়কাচা, বাসন মাজা, গবাদি পশু স্নান করানো থেকে বিরত থাকতে বলা হয়। পাশাপাশি ঘাটের পাশে দাঁড়িয়ে থাকতেও নিষেধ করা হয়। তার পর থেকে হদিশ মেলেনি কুমিরের। যদিও কুমিরের সংখ্যা কত ছিল তা বোঝা যায়নি। আজ শ্রীরামপুর কালিবাবুর ঘাটে কুমিরের মতো সরীসৃপের মৃতদেহ ভেসে উঠতেই ভিড় করেন এলাকাবাসী। খবর দেওয়া হয় বন দফতরকে।

বন দফতর কর্মীরা এসে মৃত কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, কুমিরের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাওড়ার গড়চুমুকে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী ভাবে কুমিরটি গঙ্গায় এল, তার মৃত্যু হল কী ভাবে তা জানার জন্য তদন্ত হবে বলে জানিয়েছে বন দফতর।

এ দিকে শ্রীরামপুরের গঙ্গায় কুমিরের আবির্ভাবে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হুগলি নদীতে এর আগে বহু বার গাঙ্গেয় শুশুক ভেসে উঠতে দেখা গেলেও কুমিরের দেখা পাওয়া যায়নি। কিন্তু কুমির দেখা যাওয়ার ঘটনা এই প্রথম।