আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

আইসল্যান্ডে জেগে উঠেছে আগ্নেয়গিরি

লাভা উদগিরণ শুরু হয়েছে আইসল্যান্ডের দক্ষিণে রেকিয়াজানেস উপদ্বীপে অবস্থিত একটি আগ্নেয়গিরি থেকে। সেই তপ্ত লাভা-স্রোত প্রবেশ করতে চলছে গ্রিন্ডাভিক শহরে। ওই শহর প্রশাসনের তরফে ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে। দেশের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের ফলে জীবনহানির আশঙ্কা নেই।

আইসল্যান্ডের দক্ষিণে রেকিয়াজানেস উপদ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৩টে নাগাদ অগ্ন্যুৎপাত শুরু করে। তীব্র বেগে লাভা বেরিয়ে আসতে থাকে। মাছ ধরার জন্য বিখ্যাত গ্রিন্ডাভিক শহরে লাভা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। স্থানীয় সূত্রের খবর, লাভা-স্রোত শহরে প্রবেশের আগেই এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। লাভা-স্রোত শহর থেকে ৫০ মিটার দূরে।

এক মাসের মধ্যে এটা দ্বিতীয় অগ্ন্যুৎপাত। গত ১৮ ডিসেম্বর জেগে উঠেছিল আগ্নেয়গিরিটি। তখন গ্রিন্ডাভিক শহরের অন্তত চার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দিয়েছিল প্রশাসন। গত কয়েক দিনে শ’খানেক বাসিন্দা শহরে ফিরে আসেন। তাই এ বার শহর ফাঁকা করতে তেমন অসুবিধা হয়নি।