ভয়াবহ অগ্নিকাণ্ড তিলোত্তমায়। মঙ্গলবার ভোরবেলা দক্ষিণ কলকাতার একটি পরিত্যক্ত বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়িটির তিনতলার একটি অংশ। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ২ টি ইঞ্জিন। আগুন লাগার কারণ ইতিমধ্যেই খতিয়ে দেখছে দমকল।
জানা গিয়েছে, গোলপার্কে সাউথ সিটি কলেজের একেবারে বিপরীতে অবস্থিত একটি বাড়ির তিনতলায় আগুন দেখতে পান স্থানীয়রা। সেমসয় সাউথ সিটি কলেজের পড়ুয়াদের অভিভাবকেরা ওই তিনতলা বাড়ির থেকে ধোঁয়া বেরতে দেখেন।আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে আশপাশের বাড়ির বাসিন্দারাও ভয়ে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয়দের তরফে খবর পৌঁছয় দমকলে। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন। একইসঙ্গে সিএসসি-এর কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। জানা গিয়েছে,ওই বাড়ির মালিক মারা যাওয়ার পর থেকেই বাড়িটি বন্ধ রয়েছে। যদিও পরিত্যক্ত বাড়িটিতে কী করে আগুন লাগল,তা এখনও জানা যায়নি।