রাজ্য লিড নিউজ

গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই একাধিক গাড়ি

নবমীর সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ডোমজুড় লাল বাড়ির কাছে একটি চারচাকা গ্যারেজে আগুন লেগে পুড়ে ছাই বেশ কয়েকটি গাড়ি।

আজ নবমীর সকালে ডোমজুড় থানার অন্তর্গত লালবাড়ি এলাকায় একটি চার চাকার গ্যারেজের হঠাৎ আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে এলাকার মানুষ ছুটে গিয়ে দেখেন দাউদাউ করে জ্বলছে গ্যারেজে থাকা একাধিক গাড়ি। এরপর তারা দমকলকে খবর দেন। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

জানা গেছে, এই ঘটনায় গ্যারেজে রাখা বেশ কয়েকটি চার চাকা পুড়ে যায়। তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতা এতটাই যে, কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। এমনকি অনেক দূর থেকেও তা দেখা যাচ্ছে। ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে।