ফের আগুন শহর কলকাতায়। ভয়াবহ অগ্নিকাণ্ড এক গেঞ্জি কারখানায়। ঘটনাস্থল যশোর রোডের পাশে একটি গেঞ্জি কারখানা। আগুন যেভাবে ছড়িয়েছে তাতে দমকলের ২০ টি ইঞ্জিনকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করতে হচ্ছে। গোটা কারখানাটি এই মুহূর্তে আগুনের গ্রাসে। যে কারখানায় আগুন লেগেছে সেখানে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ থাকায় আগুনকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
স্থানীয় সূত্রে খবর নাগের বাজারের একটি গেঞ্জির কারখানায় এই আগুন লাগে রাত তিনটে নাগাদ। রাত তিনটে নাগাদ হঠাৎ ভয়ংকর ভাবে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা তারা অনুমান করেন এসিতে বিস্ফোরণ হয়েছে এবং সেই থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, তার দফতরের কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আইসক্রিমের কারখানার পাশেই রয়েছে এই গেঞ্জির কারখানা।