ফের আগুন লাগার ঘটনা ঘটেছে ঢাকার বঙ্গবাজারে। মঙ্গলবার সকালে এই আগুন লাগে । দ্রুত ছড়িয়ে পড়ে ওই আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রায় পঞ্চাশটি ইউনিট।
শেষ পাওয়া খবর অনুযায়ী, বঙ্গবাজারের আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। এই তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার আধিকারিক শাহজাহান শিকদার। এর আগে মঙ্গলবার সকাল ৬টা থেকে আগুনে পুড়ছিল বঙ্গবাজারের বেশ কয়েকটি মার্কেট। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। কীভাবে এই আগুন লাগল, সেই বিষয়েও কিছু জানা যায়নি।
জানা গিয়েছে, বঙ্গ মার্কেটের বেশিরভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, বঙ্গবাজারে অন্তত ছয়টি মার্কেটে আগুন লাগে। এর মধ্যে শুধু বঙ্গ মার্কেটেই ২৯০০ দোকান রয়েছে এবং সেখানে কাজ করেন প্রায় দেড় লাখ মানুষ।
বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট- এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই জনতা বঙ্গবাজার মার্কেট হিসেবে ডেকে থাকেন। ইদের আগের এই আগুনে দেড় লাখ মানুষের জীবন ও জীবিকা বিপন্নতার মুখে। বঙ্গবাজার এলাকাটি মূলত বস্ত্রশিল্পের মার্কেট। এখান থেকে রাস্তার উল্টো পাশে এনেক্সকো ও বঙ্গো হোমিও মার্কেটেও আগুন ছড়িয়ে পড়েছিল। মঙ্গলবারের এই অগ্নিকাণ্ডে ১২ হাজারের ওপরে দোকান পুড়ে গেছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। এর ফলে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন তারা।