দীর্ঘ ১২-ঘন্টারও বেশি সময় পর মধ্যপ্রদেশের ভোপালের সতপুরা ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার ওই ভবনে আগুন লাগে।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, আগুন নেভাতে সোমবার রাতেই কেন্দ্রের সাহায্য চান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে মঙ্গলবার সকালে। আগুনে ভবনের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ভোপালের জেলা কালেক্টর আশিস সিং জানিয়েছেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। সিআইএসএফ, সেনাবাহিনী-সহ সমস্ত সংস্থা একত্রিত হয়ে আগুন নিভিয়েছে।”
জানা গিয়েছে সোমবার বিকেল ৪টে নাগাদ ভোপালের সতপুরা ভবনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ভবনের বিভিন্ন তলে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণে আগুন লাগে। তৃতীয় তলে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আগুন লাগে। সেই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ে। এসি এবং ক্যান্টিনে রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হতে শুরু করে। আগুন বিধ্বংসী চেহারা নেয়। প্রায় ৪ ঘণ্টা ধরে দমকল বাহিনী আগুন নেভানোর কাজ করলেও নিয়ন্ত্রণে আসেনি। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় বায়ুসেনাকে। দমকল, সিআইএসএফ, সেনাবাহিনী-সহ সমস্ত সংস্থা একত্রিত হয়ে আগুন নিভিয়েছে। এই অগ্নিকান্ডে কেউ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।