চিনের রাজধানী বেজিংয়ের চ্যাংফেং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। বেসরকারি মতে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৯ জনের। আচমকাই হাসপাতালটির একটি অংশে আগুন লাগে। এরপরই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে বিভিন্ন অংশে।
হাসপাতালটি থেকে মোট ৭১ জন রোগীকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর যায় উদ্ধারকারী দলের কাছে। উদ্ধারকারী দল এবং দমকল বাহিনী ঘটনাস্থলে এসে বহু রোগীকে উদ্ধার করে। হাসপাতালে জানলা দিয়ে রোগীদের ঝাঁপ মারতেও দেখা যায়। বহু রোগী হাসপাতালের বেডের চাদর জড়িয়ে হাসপাতলে জানলা দিয়ে নিচের নামার চেষ্টা করছে সে দৃশ্যও দেখা যায়।
এখনো পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার গভীর রাতে অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকাল থেকেও হাসপাতালে বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে মৃতদেহের সন্ধান। বুধবার ফরেনসিক টিম গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দেখছে। তবে এদিন ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড,তার কারণ এখনো জানা যায়নি। চিনা পুলিশ জানিয়েছে, আগুনের লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের সাহায্যের জন্য আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।