গভীর রাতে ভয়াবহ আগুন লাগল কলকাতার নিমতলা ঘাটের কাছে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে কাঠের গোলা-সহ বেশ কয়েকটি বাড়ি। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ কাঠগোলা রোডের একটি বাড়ির দোতলায় আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুন ছড়ায় পাশের কয়েকটি বাড়ি ও কাঠের গোলায়। খবর দেওয়া হয় দমকলে।
খবর পাওয়ার কিছু সময়ের মধ্যেই আগুন নেভাতে এসে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দমকলের ১০টি ইঞ্জিন প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই বাড়ি গুলিতে ৫ থেকে ৬টি পরিবার বাস করত। আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই বাসিন্দারা বাইরে বেরিয়ে আসায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।