জেলা ব্রেকিং নিউজ

দমদমের ছাতাকলের ঝুপড়িতে ভয়াবহ আগুন

দমদমের ছাতাকলের ঝুপড়িতে ভয়াবহ আগুন ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন এলেও পরে আরও পাঁচটি ইঞ্জিন আনা হয় ৷

জানা গিয়েছে, দমদমের মেলাবাগানের কাছে বস্তিতে এদিন বেলা ১২ টা নাগাদ আচমকাই আগুন লাগে ৷ বিস্ফোরণের আওয়াজ শুনে চমকে যান আশেপাশের স্থানীয়রা ৷ একদিকে খবর দেওয়া হয় দমকলে অন্যদিকে আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাও ৷ পুড়ে গিয়েছে প্রায় ৫০টি ঘর বাড়ি ৷ সব হারিয়ে হাহাকার স্থানীয়দের ৷কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা ৷ কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি ৷ হতাহতের কোনও খবর নেই ৷

ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু, দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়, সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ৷এক দমকল আধিকারিক জানান, “সংকীর্ণ রাস্তার কারণে দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে আগুন নেভানোর কাজে ৷ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনান্য পদ্ধতিও নেওয়া হয়েছে ৷” দমকল মন্ত্রী সুজিত বসু জানান, “যেখানে দমকল আধিকারিকরা পৌঁছতে পারছেন না, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে অত্যাধুনিক রোবট ব্যবহার করা হয়েছে ৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ যাঁদের ঘর পুড়ে গিয়েছে তাঁদের রবীন্দ্রভবনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ পরে আমরা বাড়ি তৈরি করে দেব ৷”