জেলা ব্রেকিং নিউজ

বনগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বনগাঁ থানার অন্তর্গত ২ নম্বর রেলগেট এলাকায়। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎই আগুন লেগে যায় ২ নম্বর রেলগেট সংলগ্ন পরপর বেশ কয়েকটি দোকানে। পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকারও বেশি।

এলাকাবাসী অনুমান পাশের একটি চপের দোকান থেকেই আগুন লাগে। যদিও প্রায় দু’ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। এ বিষয়ে এক দোকান মালিক অঞ্জন ঘোষ বলেন, “গতকাল মধ্যরাতে হঠাৎই আগুন লেগে যায় আমার দোকান সহ আরো বেশ কয়েকটি দোকানে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসি আমি। ফায়ার ব্রিগেডের চেষ্টায় প্রায় দু’ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আমার দোকানে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার জিনিস রাখা ছিল। এছাড়াও নগদ প্রায় ৫০ হাজার টাকা রাখা ছিল। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিছুই নেই অবশেষ। সকাল বেলায় পৌরসভার চেয়ারম্যান গোপাল সেট আসেন এবং তিনি আশ্বাস দেন পৌরসভা থেকে যতটা সম্ভব আমাদেরকে সাহায্য করার, যাতে আমরা নতুন করে ব্যবসা শুরু করতে পারি।”

এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপিতা গোপাল শেঠ বলেন, “আমরা আমাদের সকল কাউন্সিলরদেরকে নিয়ে সকালবেলায় এলাকা পরিদর্শনে গিয়েছিলাম। এখানে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা দেখেছি পৌরসভার পক্ষ থেকে আমরা দোকান ঘরগুলিকে আবার নতুন করে তৈরি করে দেব। এবং পরবর্তীতে তাদের ব্যবসার জন্য যদি কোন আর্থিক সহযোগিতা লাগে বা কোন লোন প্রয়োজন হয় সেটাও আমরা ব্যবস্থা করে দেব।”