দেশ লিড নিউজ

লখনউয়ের এক অভিজাত হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

সোমবার সকালে লখনউয়ের এক অভিজাত হোটেলে আগুন লাগে। সেই হোটেলের মধ্যে ছিলেন একাধিক আবাসিক। খুব দ্রুত তাঁদের উদ্ধার কাজ শুরু হয়। ঘটনাস্থলে আসে ১৫টি দমকলের ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স।

লখনউয়ের হজরতগঞ্জ এলাকার অভিজাত হোটেল লেভানায় আচমকা আগুন লাগে। হোটেলে সেই সময় কয়েকজন কর্মীও ছিলেন বলে জানা গেছে। পোড়া গন্ধ এবং কালো ধোঁয়া দেখতে পেয়েই কয়েকজন আবাসিক এবং কর্মী হোটেল ছেড়ে পালিয়ে আসেন। আগুন নেভাবার চেষ্টার পাশাপাশি আটকে থাকা আবাসিকদেরও উদ্ধারের কাজ শুরু হয়। হোটেলের জানলার কাচ ভেঙে কয়েকজনকে উদ্ধার করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জন গুরুতর আহত । তাদের চিকিৎসা চলছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ীএই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২জন। মোট ১৫ জন আবাসিককে উদ্ধার করা গেছে।

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কীভাবে এই আগুন লাগল এবং ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হোটেলের অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের যথাযথ চিকিৎসার আদেশ দিয়েছেন। একটি টুইট এর মাধ্যমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন” রাজধানীর লখনউয়ের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক। সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ত্রাণ এবং উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সমস্ত ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আওতাদের দ্রুত আরোগ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি”।